সংবাদ শিরোনাম ::
খাল পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করল কোম্পানীগঞ্জ পুলিশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ১৫৫০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৬নং চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের চাপরাশির খালের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে লাশটি সাগরের পানিতে ভেসে এখানে এসেছে। মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার চাপরাশির খাল পাড় থেকে বিবস্ত্র এ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি।
ওসি তদন্ত আরো বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।