নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয় দুই হাজার ২৯২ বোতলে ২২৯ লিটার রেকটিফাইড স্পিরিটসহ নাসির উদ্দিন (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের ভুমিহীন বাজারে মাসুম মামুন ভাই ভাই হোমিপ্যাথিক ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের মাসুম মামুন ভাই ভাই হোমিওপ্যাথির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা দুই হাজার ২৯২ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়। যার পরিমান ২২৯ লিটার।
হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।