চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, আহত ৩

বেগমগঞ্জ প্রতিনিধি:

 

নোয়াখালীর চৌমুহনীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে শহরের দক্ষিণ বাজারে মর্ডাণ ফুড ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন সহ অন্তত তিন জন আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মডার্ণ ফুডের মালিক দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় দোকানের আসববাবপত্র ও গ্লাস ভাংচুর বিভিন্ন জিনিস পত্র তছনছ করে। হামলায় তিনি সহ তিন জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা তিনি সঠিক ভাবে বলতে পারছেন না।

 

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চৌমুহনী সাধারণ ব্যবসাযী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল খায়ের ব্যবসা প্রতিষ্ঠানে অতির্কতভাবে এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০