বেগমগঞ্জে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল
- আপডেট সময় : ০২:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া ও সকল রাজ বন্ধীদের নিঃশর্ত মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা আদায়ে কালো পতাকা মিছিল করেছে যুবদল ছাত্রদল।
বেগমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের আয়োজনে চৌমুহনীর পাবলিক হল চত্তরে সকালে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে প্রধান সড়কে মুখে আসলে পুলিশি বাধায় একই জায়গায় মিছিল করেন তারা।
তারা জানায়, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় আমরা কালো পতাকা মিছিল করতে পারি নি। গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন আমরা মানি না। এই অবৈধ সরকারের পদত্যাগ সহ আবার জাতীয় নির্বাচন করার দাবি জানান।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল, যুবদল নেতা খোরশেদ আলম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।