নোয়াখালীতে ৪৩ পুলিশকে পুরষ্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ

 

জানুয়ারি মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নোয়াখালীতে কর্মরত ৪৩পুলিশ সদস্যকে পুরষ্কৃত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। একইসাথে তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক, সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও পুলিশের ৩ সদস্য পিআরএল এ যাওয়ায় তাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় দেওয়া হয়।

সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রতিটি ইউনিট কমান্ডার তার অধীনস্থদের শারীরিক অবস্থা, খাবার ও থাকার বিষয়ে খোঁজ খবর নিয়ে সমাধানের চেষ্টা করতে হবে। সকল ইউনিটের খালি জায়গা পরিস্কার পরিছন্ন করে ব্যবহার উপযোগী করা এবং সবাইকে করোনার ভ্যাকসিন নিতে হবে। পুলিশের সুনাম বৃদ্ধির জন্য সকল সদস্যকে কাজ করার অনুরোধ করেন তিনি।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান, হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার গোলাম ফারুক, চাটখিল সার্কেলের সহকারি পুলিশ সুপার এ.এন.এম সাইফুল আলম খান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০