নোয়াখালী প্রতিনিধিঃ
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ‘মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে নোয়াখালী জেলা শহর মাইজদীতে দুই হাজার মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
রোববার বেলা ১১টা থেকে মাইজদী পৌর বাজার, পুরাতন বাস স্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, গাড়ী চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা’সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপর দিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ‘মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে জেলার কবিরহাট বাজারে মাস্ক বিতরণ করেছে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া।
রোববার বেলা ১১টা থেকে কবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, গাড়ী চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সাধারণ মানুষকে কোনো প্রকার চাপ বা জোর না করে সচেতন করার উদ্দেশ্যেই মূলত পুলিশ এ অভিযান শুরু করেছে। পুরো জেলার প্রত্যেকটি থানা এলাকায় এবং ইউনিয়ন পর্যায়ে পুলিশের এ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।