আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ হাতিয়ার মেঘনা থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। পরে জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুখচর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানায়, অবৈধ কারেন্ট জাল জব্দের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে সুখচর ইউনিয়নের চরগাসিয়া ও ঢালচর এলাকা থেকে দুই লাখ মিটার কারেন্ট এবং পঞ্চাশ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্যাহ জানান, জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০