নোয়াখালী প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকে বিশ্বের অন্যসব দেশের মতো থমকে গেছে বাংলাদেশ। জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। ঠিক এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অসায়দেও দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন ছাত্রলীগ নেতা ও তার পরিবার। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সমাজকর্মীদের কার্যক্রমও নানাভাবে বৃদ্ধি পাচ্ছে।
তাই পবিত্র ঈদউল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাদ্দাম ও তার পরিবার অসহায় হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা কারো কাছে লজ্জায় চাইতে পারছে না এমন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন করেন।
শনিবার (২৩ মে) বিকালে নিজ এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরন করেন সাদ্দাম ও তার পরিবার ।
ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সাদ্দাম জানান, নগদ টাকা ও ঈদ উপহার সামগ্রী বিতরনে আমার পরিবারের সকল সদস্য সহযোগীতা করেছেন। যত দিন অচলাবস্থা থাকবে অতীতের মতো আমার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সুখে-দূঃখের সাথী হয়ে থাকবে ইনশাআল্লাহ্।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.