নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাপুর রেল স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানার এসআই সুজন বিকাশ চাকমার নেতৃত্বে পুলিশ গাঁজাগুলো জব্দ করে।
পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামি উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে সোনাপুর রেল স্টেশনে অবস্থান নেয় পুলিশ। সকালে ট্রেনটি স্টেশনে পৌঁছলে সবাই নেমে যাওয়ার পর স্টেশন সংলগ্ন সড়কের ওপর বড় দু’টি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে ব্যাগ দু’টিতে তল্লাশি চালিয়ে ১৫টি পলিথিনে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। স্টেশনে পুলিশের উপস্থিতি দেখে মাদক কারবারিরা গাঁজার ব্যাগ রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা গুলো কারা নোয়াখালী নিয়ে আসছে তাদের চিহিৃত করার জন্য পুলিশ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.