নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডি।
রোববার (২২ মে) দিবাগত রাতে ঢাকার ডেমরার সারুলিয়ার হাজীনগর চেয়ারম্যানের মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. জাহাঙ্গীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত তবারক উল্যাহর ছেলে।
নোয়াখালী সিআইডির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মো. জাহাঙ্গীর গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া রুবেল হত্যা মামলার (নম্বর-৬৪) প্রধান আসামি। ওই ঘটনায় মহবুল্লাপুরের রুবেলকে হাত কেটে হত্যা করে জাহাঙ্গীর ও তার সহযোগীরা। গ্রেফতার এড়াতে তিনি তিন বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিআইডির এসআই মো. আবু নোমান বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.