নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কক্সবাজারের কুতুপালং থেকে পালিয়ে আসা এক বৃদ্ধ রোহিঙ্গা নাগরিককে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত রোহিঙ্গা দ্বীন মোহাম্মদ (৫৫) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে ধারনা করা হচ্ছে।
শনিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিল এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা বলে স্বীকার করে সে। পরে রাত ১০টার দিকে তাকে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক বলেন, আটককৃত রোহিঙ্গা ১০/১৫ দিন আগে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে আসেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় কবিরহাট উপজেলার নবগ্রাম এর নিমতলা বাজারের স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো জানান, আটককৃত বৃদ্ধ রোহিঙ্গা বর্তমানে থানা হাজতে রয়েছে। সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.