নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় জরুরী সেবা ৯৯৯এ কল করে মিথ্যা তথ্য দেয়ার দায়ে নোয়াখালীর সদর উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন করে। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরে গ্রেফতারকৃত আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।
গ্রেফতারকৃত আনোয়ার এর আগেও ৯৯৯এ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মিথ্যা তথ্য দিয়ে সরবরাহ করে পুলিশকে ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.