শেরপুরের ঝিনাইগাতিতে সরকারীভাবে আমণ ধান চাউল সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধি:

 

শেরপুরের ঝিনাইগাতী সরকারি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরকারি মূল্যে আমন চাল সংগ্রহ অভিযান আজ বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্যগুদামে এ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। একই সঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ অভিযান চলবে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান জানান, অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান/২০২২-২৩ মৌসুমে এ উপজেলায় চুক্তিবদ্ধ সাতটি মিলারদের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ৪২ টাকা দরে ৭৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল ও সাতটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ২৮ টাকা দরে ৬৭৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে।

 

অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান উদ্বোধনের অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) গোলসানা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক লীগের যুগ্নসাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ছমির আলী মল্লিক, সাধারণ সম্পাদক আসলাম মিয়া উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০