নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরের চর বাগ্যা একরামুল করিম চৌধুরী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশের দাওয়াত দিতে গেলে পূর্ব শত্রুতার জেরধরে স্কুলের দপ্তরি জমির উদ্দিনকে মারধরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। আহত জমির উদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশংকাজনক বলে জানান পরিবারের সদস্যরা।
বু্ধবার ১ মার্চ বেলা ১২ টায় চরজুবলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামের চরবাগ্যা একরামুল করিম চৌধুরী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুল শিক্ষিকা শাহিমা আক্তার, বিবি কাউছার, সাহিদা আক্তার, স্থানীয় নেতা আবু কালাম সফি চৌধুরী, সালাহ উদ্দিন ফারুক, রিয়াজ, আলা উদ্দিন, আনোয়ার হোসেন এবং আহত জমির উদ্দিনের পুত্র জুয়েল ও মিজান।
বক্তরা বলেন, স্কুলের অভিভাবক সমাবেশের দাওয়াত দিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সাহাব উদ্দিন, আলা উদ্দিন, ফারুক, রুবেল, হারুন, মামুনসহ অজ্ঞাত ৪/৫ জন জমির উদ্দিনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে প্রেরণ করে।
বক্তারা স্কুলের দপ্তরি জমির উদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়ার আস্বাস দেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.