বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহা. ফয়জুল করীম এর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও সিইসির পদত্যাগের দাবীতে নোয়াখালীর মাইজদিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৫ টায় নোয়াখালী মাইজদী জেলা জামে মসজিদ চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি মাও. মাহমদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী আলাউদ্দীন হারুন এর সঞ্চালনায় বক্তারা বলেন, দলদাস নির্বাচন কমিশন সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দলদাস ও মাজাভাঙ্গা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।
নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারেন নি। নির্বাচন কমিশন ভোট চোরদের সহযোগিতার জন্যই নিরাপত্তা দেননি।
সিইসি তার বক্তব্যে বলেছেন ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ বক্তব্য দিয়ে তিনি দলদাসে পরিণত হয়েছেন। তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই। এই দলদাস ও গৃহপালিত ইসি’র এক মুহুর্তও কমিশনের মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনভাবেই থাকতে পারে না। ভাল চাইলে মান সম্মান নিয়ে পদত্যাগ করুক,না করলে জনগণের আন্দোলনে করুণ পরিণতি ভোগ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের উপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দৈণ্যদশা জাহির করা। সরকারদলীয় দস্যু দিয়ে ক্ষমতায় টিতে থাকা যাবে না।
নেতৃবন্দ মুফতী ফয়জুল করীমসহ ভোটারদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নির্বাচন কমিশনেরও পদত্যাগের জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য প্রদান করেন, মাও. ফিরোজ আলম, মাও. কাউছার আহমাদ, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মাও. মমিনুল হক চৌধুরী, মুহা. ইকবাল হোসাইন, মাও. আবদুল আজিজ, ছাত্রনেতা বেলাল হোসাইন মনির সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.