সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘর উদ্বোধন এবং উপকার ভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছির আরাফাত।
সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট ৪র্থ পর্যায়ের সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।
এসময় ইউএনও বলেন, বাংলাদেশে ১ জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে বেগমগঞ্জ উপজেলার গৃহহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে ভার্চ্যুয়ালী এ ঘর গুলো তুলে দিবেন৷
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সবুজ, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম এর সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.