এনকে বার্তা ডেস্ক::
করোনাভাইরাসে এ আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ।
এনটিভির বার্তা বিভাগের প্রধান জহিরুল আলম বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোস্তফা কামাল সৈয়দ গত ১১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগে দুই-একদিন তিনি অফিসে এসেছিলেন। সেসময় তার হাল্কা জ্বর ছিল।’
তিনি আরও বলেন, ‘গত ১১ মে থেকে আজকে পর্যন্ত তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।’
মোস্তফা কামাল সৈয়দ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নির্মাতা ও এর স্বর্ণ যুগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.