Sharing is caring!

এনকে বার্তা ডেস্ক::

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দুই মেয়ে ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার জানান, জাফরুল্লাহর সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ওনার দুই মেয়ে ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন এমন বেশ কয়েকজনই করোনায় আক্রান্ত হয়েছেন। তাবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।

Sharing is caring!