হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের দক্ষিণ চর ঈশ্বর এলাকায় রহস্যজনক ভাবে এক ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত আফসার উদ্দিন (৪০), সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে
থানা সূত্রে জানা যায়, গত ১৩ নবেম্বর ভিকটিম চট্টগ্রাম হতে তার শ্বশুর বাড়িতে আসেন তাহার পাওনা টাকা চাওয়ার জন্য এবং টাকা না দিলে সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরে ভিকটিমের শশুর শাশুড়ি চৈত্র মাসে টাকা পরিশোধ করবে বলে জানালে তাহাদের সাথে অভিমান করে গতকাল ১৪ নবেম্বর রাত অনুমান ২৩:৩০ ঘটিকার সময় ঘরের বাহিরের এক কোনায় নিজের গায়ে পেট্রোল ঢালিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে শ্বশুর শাশুড়ি দেখতে পেয়ে আগুন নিভিয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের শরীরের ৯০- ৯৫% আগুনে পুড়ে যায় বলে জানায়।
এ বিষয়ে হাতিয়া সার্কেল এএসপি আমান উল্যাহ জানান, আমি সরোজমিন দেখে এসেছি। প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি। আমাদের হাতিয়া থানার (ভারপ্রাপ্ত )কর্মকর্তা জিসান আহমেদ তদন্ত শেষ করার পর বিস্তারিত জানাতে পারবেন। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.