Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে ৬বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে ফয়সাল আহমেদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে পশ্চিম দেলিয়াই গ্রাম থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সাল ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। এরআগে সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দয়ের করেন।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, সোমবার দুপুরে ফয়সাল শিশুটিকে কৌশলে তাদের বাড়ীর একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে শিশুটির মা এগিয়ে গেলে ফয়সাল পালিয়ে যায়। ঘটনায় সোমবার রাত ১২টার দিকে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তার বাড়ীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!