সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচরে এক শিক্ষকে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষক রফিক উল্যাহ বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন। ৪ জুলাই (বৃহস্পতিবার) সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাট বাজারে এ ঘটনাটি ঘটে।
আহত আনছার মিয়ার হাট মাদ্রাসা'র শিক্ষক রফিক উল্যাহ এবং তার ছোট ভাই বেলায়েত অভিযোগ করে বলেন, রফিক উল্যাহ অত্র মাদ্রাসায় প্রতিষ্ঠা কালিন শিক্ষক হিসেবে দীর্ঘ ২১ বছর যাবত চাকুরি করছেন। সম্প্রতি মাদ্রাসাটি এমপিও ভুক্তির প্রক্রিয়া চলমান তাই তার স্থলে আনছার মিয়ারহাট মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা আবুল খায়ের অবৈধ ভাবে আরেকজন শিক্ষককে নিয়োগ দেয়ার প্রক্রিয়া করছিলেন এ নিয়ে বিগত ১ মাস ধরে ভুক্তিভোগী রফিক উল্যাহ মাদ্রসার ভর্তি ফিস, উপবৃত্তির টাকা আত্নসাৎ, সেশন ফিসহ নানা অনিয়ম দূর্ণিতী নিয়ে প্রতিবাদ করে আসছিলো।
পূর্ব পরিকল্পনা অসুযায়ী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মাদ্রাসায় যাবার পথে আনছার মিয়ার হাট বাজারে পৌঁছলে তাকে দেখা মাত্রই সুপার আবুল খায়ের এবং তার পুত্র পারভেজ (২০) মধ্যচরবাটা গ্রামের আবুল বাসারের ছেলে মাসুদ (২৭) পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে স্থাণীয়রা তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত আনছার মিয়ারহাট মাদ্রাসা সুপার আবুল খায়ের বলেন, কিছুদিন পুর্বে খাসেরহাট বাজারে রফিক উল্যাহ তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে এ ঘটনায় সমাধানের কথা থাকলে তিনি তা করেননি। তাই তার পুত্র ক্ষিপ্ত হয়ে এ ঘটনা করেন। তবে ছেলের এ ঘটনা ঠিক হয়নি বলে স্বিকার করেন তিনি। বাকি অভিযোগেরিবিষয় মিথ্যা বলে দাবী করেন তিনি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.