নিজস্ব প্রতিবেদক :

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী । এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জনে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৬৯৫ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৯০ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

• মোট আক্রান্ত: ৫২ হাজার ৪৪৫ জন।
• মারা গেছেন: ৭০৯ জন।
• মোট সুস্থ: ১১ হাজার ১২০ জন।
• মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৩৩ হাজার ৭৩টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৪ লাখ ৫৫ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩০ লাখ ৬৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৮২ হাজার ৫৩১ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

• যুক্তরাষ্ট্র: ১ লাখ ৮ হাজার ৫৯ জন।
• যুক্তরাজ্য: ৩৯ হাজার ৩৬৯ জন।
• ইতালি: ৩৩ হাজার ৫৩০ জন।
• ব্রাজিল: ৩১ হাজার ৩০৯ জন।
• ফ্রান্স: ২৮ হাজার ৯৪০ জন।
• স্পেন: ২৭ হাজার ১২৭ জন।
• মেক্সিকো: ১০ হাজার ৬৩৭ জন।
• বেলজিয়াম: ৯ হাজার ৫০৫ জন।
• জার্মানি: ৮ হাজার ৬৭৪ জন।
• ইরান: ৭ হাজার ৯৪২ জন।