কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৫৮) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে চেয়ারম্যান সিরাজকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ ১নং নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ৩বারের দাপুটে চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতদিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন তিনি।
উল্লেখ্য গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের পর গা ঢাকা দেয় সিরাজ চেয়ারম্যান। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান কওে সিরাজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.