প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২০, ৯:২৪ অপরাহ্ণ
বাবা-মেয়েসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ৩৯
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে বাবা-মেয়ে ও একই বাড়ীর ১১জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৯জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮০জন।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদরে ১ ও বেগমগঞ্জ উপজেলায় ৩৮জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৮৮০জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৭জন। মারা গেছেন ২৪জন আর আইসোলেশনে রয়েছেন ৭৫৯জন রোগী। জেলায় মোট আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ৪২১, সদরে ১৯৮, কবিরহাটে ৬৮, সেনবাগে ৫৬, চাটখিলে ৫৫, সোনাইমুড়ীতে ৪৭, সুবর্ণচরে ২১, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬জন রোগী রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, গত ২৪ঘন্টায় উপজেলায় নতুন করে আরও ৩৮জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চৌমুহনী পৌরসভার একজন কাউন্সিলর ও তার মেয়েসহ তাদের বাড়ীর ১১জন সদস্য রয়েছেন। আক্রান্তদের প্রায় সবায় চৌমুহনী পৌরসভার বাসিন্দা। তাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.