২৪ ঘণ্টায় আরও ৪২ জনে মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৩৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জুন, ২০২০

প্রতিবেদক :

মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ১ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন বরিশাল ও ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এছাড়া এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।

আজ সোমবার ৮ জুন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ১০ হাজার ৯৩১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৫ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। আগেরদিনও ৪২ জনের মৃত্যু হয়েছিল, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো ৯৩০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৪ হাজার ৫৬০ জন।

বরাবরের মতোই ডা. নাসিমা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।

মৃত ৪২ জনের বয়স:

১১ থেকে ২০ বছর বয়সী: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১০ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১২ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৪ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।
৯১ থেকে ১০০ বছর বয়সী: ২ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ৬৮ হাজার ৫০৪ জন।
মারা গেছেন: ৯৩০ জন।
মোট সুস্থ: ১৪ হাজার ৫৬০ জন।
মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ১০ হাজার ৯৩১টি
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭০ লাখ ১৬ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ৪ লাখ ২ হাজার ৮৫২ জনের।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০