ঢাকার মিরপুরে সর্বাধিক করোনায় আক্রান্ত রোগী
- আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে
প্রতিবেদক:
মহামারি নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৪৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৬৩ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে রাজধানী ঢাকায় সর্বাধিক করোনায় রোগী আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট ১৯ হাজার ৩২৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুরে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজধানীর মহাখালি, যাত্রাবাড়ী, কাকরাইল এলাকাতেও অনেক রোগী আক্রান্ত হয়েছে।
রাজধানীর আব্দুল্লাহপুরে ২৮ জন, আফতাবনগরে ১২ জন, আদাবরে ৭৫ জন, আগারগাঁওতে ১০৮ জন, আহমেদনগরে দুজন, আহামেদাবাগ ১৩ জন, আমিনবাজারে দুজন, আমলাপাড়া দুজন, এয়ারপোর্টে ১০ জন, আরামবাগে ১১ জন, আরমানিটোলায় সাতজন, আসাদগেটে একজন, আশুলিয়াতে চারজন, আশকোনায় চারজন, আজিমপুরে ৯১ জন।বাবুবাজারে ১৬২ জন, বাহাদুরবাজারে একজন, বাড্ডায় ১৯৫ জন, বেইলি রোডে ২৭ জন, বনানীতে ৯৪ জন, বাংলাবাজারে চারজন, বাংলামোটরে ১১ জন, বংশালে ১০৯ জন, বেগুনবাড়িতে চারজন, বানিয়ানগরে একজন, বাসাবোতে ১২২ জন, বিজয়নগরে দুজন, বসুন্ধরায় ৮২ জন, বেগুনবাড়িতে চারজন, বেগমবাজারে পাঁচজন, বেড়িবাঁধে একজন, বকশিবাজারে পাঁচজন, বসিলায় পাঁচজন, বুয়েট এরিয়াতে একজন, ক্যান্টনমেন্টে ৪০ জন, সেন্ট্রাল রোডে পাঁচজন, চানখারপুলে ৫০ জন, চকবাজারে ৮২ জন।দনিয়াতে ২৫ জন, দক্ষিণখানে ১৪ জন, ঢাকেশ্বরীতে ১৪ জন, ডেমরায় ৬০ জন, ধানমণ্ডিতে ২৯৪ জন, ধলপুরে ২১ জন, ধোলাইপারে ১১ জন, ধোলাইখালে দুজন, দয়াগঞ্জে তিনজন, এলিফ্যান্ড রোডে ৪০ জন, ইংলিশ রোডে পাঁচজন, ইস্কাটনে ৬৮ জন, ফরাশগঞ্জে দুজন, ফরিদাবাদে একজন, ফরিদাবাগে সাতজন, ফকিরাপুলে ৯ জন, ফুলবাড়িয়াতে ১৮ জন, ফার্মগেটে ৫৫ জন।গেন্ডারিয়াতে ১৪২ জন, গাউসিয়াতে ১২ জন, গাবতলীতে ছয়জন, গোলারটেকে একজন, গোরানে ৩০ জন, গোলাপবাগে ২২ জন, গণকটুলিতে পাঁচজন, গোপীবাগে ৪৩ জন, গুলবাগে একজন, গুদারাঘাটে একজন, গ্রিনরোডে ৬৯ জন, গুলিস্তানে ১১ জন, গুলশানে ১৬৩ জন।হাতিরঝিলে সাতজন, হাজীপাড়ায় সাতজন, হাটখোলাতে একজন, হাতিরপুলে ৩৯ জন, হাজারীবাগে ৯৯ জন, ইব্রাহিমপুরে ১৩ জন, ইন্দ্রিরা রোডে ছয়জন, ইসলামবাগে ১০ জন, ইসলামপুরে ১০ জন, যাত্রাবাড়ীতে ৩৮৭ জন, জিনজিরাতে একজন, জুরাইনে ৬১ জন।
কাফরুলে ৪৮ জন, কল্যাণপুরে ৬০ জন, কলাবাগানে ৬০ জন, কাকরাইলে ৩০০ জন, কাঁঠালবাগানে ৩৯ জন, কমলাপুরে ৩৪ জন, কাঞ্জনপুরে তিনজন, কাজলায় তিনজন, কামরাঙ্গীচরে ৫৫ জন, খাটাসপুরে দুজন, কাজীপাড়ায় ২০ জন, কাওরানাবাজারে ২৬ জন, করাতিটোলায় একজন, কোনাপাড়ায় সাতজন, কসাইটুলিতে একজন, কচুক্ষেতে আটজন, খিলগাঁওতে ২১৯ জন, খিলক্ষেতে ২৩ জন, কলতাবাজারে একজন, কদমতলীতে ৩৪ জন, কোতোয়ালিতে ৩০ জন, কুতুবখালীতে সাতজন, কুড়িলে নয়জন।লালমাটিয়ায় ৬০ জন, লালবাগে ২০৬ জন, লক্ষ্মীবাজারে ২৭ জন, মাদারটেকে নয়জন, মালিটোলায় চারজন, মালিবাগে ১৬৪ জন, মাটিকাঠায় পাঁচজন, মাণ্ডায় ৫৬ জন, মানিকনগরে ৫০ জন, মানিকদীতে একজন, মাতুইয়ালে ১৯ জন, মেরুলে একজন, মেরাদিয়াতে ১১ জন, মিন্টুরোডে পাঁচজন, মীরহাজারীবাগে আটজন, মিরপুরে ৬০২ জন, মিরপুর-১-এ ৮৬ জন, মিরপুর-২ নম্বরে ২৬ জন, মিরপুর-৬ নম্বরে ১৬ জন, মিরপুর-৭ নম্বরে ছয়জন, মিরপুর-১০ নম্বরে ২৯ জন, মিরপুর-১১ তে ৫৫ জন, মিরপুর-১২ তে ৭৭ জন, মিরপুর-১৩ তে ১৮ জন, মিরপুর-১৪ তে ৪৮ জন, মিটফোর্ডে ৪৭ জন, মগবাজারে ২৫৫ জন, মনিপুরে আটজন, মহাখালীতে ৪৫৭ জন, মোহাম্মদপুরে ৩৯৪ জন, মতিঝিলে ৪৬ জন, মৌচাকে তিনজন, মুগদায় ৪২৮ জন।
নওয়াবপুরে ছয়জন, নাজিরাবাজারে ১০ জন, নন্দীপাড়ায় ১২ জন, নয়াপল্টনে দুজন, নারিন্দায় ৪৩ জন, নিউমার্কেটে ১৫ জন, নিকেতনে ২০ জন, নীলক্ষেতে ছয়জন, নাখালপাড়ায় ৪৪ জন, নয়াবাজারে ৫৮ জন, নিমতলিতে ১০ জন, নিকুঞ্জে সাতজন।পান্থপথে ৩৬ জন, পল্লবীতে ৩৩ জন, পাইকপাড়ায় ১৯ জন, পল্টনে ৬২ জন, পোস্তগলায় ১০ জন, পীরেরবাগে ১৪ জন, পুরানা পল্টনে ২৭ জন, রাজারবাগে ২২১ জন, রামপুরায় ১৯৭ জন, রমনায় ৭৮ জন, রসুলবাগে চারজন, রায়েরবাগে ২০ জন, রাজাবাজারে ৩৯ জন, রসুলবাগে আটজন, রূপনগরে আটজন, রূপগঞ্জে দুজন, রায়েরবাজারে ৩১ জন।
সবুজবাগে ৩৪ জন, সদরঘাটে ছয়জন, শাহাজাহানপুরে ৫৪ জন, শাহাজাহাদপুরে ছয়জন, শংকরে তিনজন, সায়েদাবাদে ১৯ জন, সেনপাড়ায় দুজন, সেগুনবাগিচায় ৪৩ জন, সাইন্সল্যাবে একজন, শাহ আলীবাগে দুজন, শাহাবাগে ৯৫ জন, শাখারীবাজারে ৩৩ জন, শান্তিবাগে ৪১ জন, শংকরে একজন, শ্যামপুরে ২২ জন, শান্তিনগরে ৮০ জন, শ্যামলীতে ৯৮ জন, শেওড়াপাড়াতে ১৯ জন, শেখেরটেকে সাতজন, শহীদনগরে ১০ জন, সোয়ারীঘাটে ১০ জন, সিপাহীবাগে ৪ জন, সিদ্ধেশ্বরীতে ২৭ জন, শনির আখড়ায় ২৯ জন, স্বামীবাগে ৫৯ জন, শেরে বাংলানগরে ৯১ জন, সূত্রাপুরে ৫৬ জন, তল্লাবাগে চারজন, টোলারবোগে ২১ জন, তালতলায় ১৩ জন, তাঁতিবাজারে ১৮ জন, টিকাটুলিতে ৪৩ জন, তেজকুনিপাড়ায় ছয়জন, তেজগাঁওয়ে ২৫১ জন, তুরাগে চারজন, তেজতুরিবাজারে পাঁচজন, টোলারবাগে ২১ জন, উর্দুরোডে একজন, উত্তরায় ৪৩৩ জন, ভাটারায় ৫২ জন, ভাষানটেকে সাতজন, ওয়ারীতে ১২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।