Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে অপহৃত এক স্কুলছাত্রী (১৬) কে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মো. হাসান কবির রনি (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হাসান কবির রনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূর ইসলাম পোস্ট মাস্টার বাড়ীর আবুল বাশারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মোহর আলী ঘাট মাঝি বাড়ী থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় রনি। পরে ঘটনায় অপহৃতার মা জাহানারা বেগম থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রনির ভাইয়ের শ্বশুর বাড়ী চরফকিরা ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও রনিকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Sharing is caring!