এক্সক্লুসিভ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী | তারিখঃ জুন ২৪, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 271 বার

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈশ্বি ক মহামারি করোনা পরিস্থিতিতে সপ্তম বারের মত বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ২২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সেতুমন্ত্রীর ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমূখ।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
Leave a Reply