Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিসমিল্লাহ নগর গ্রামে অগ্নিকান্ডে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাদু সর্দার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ওই বাড়ির মোজাম্মেল ও কচির ১টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থরা দাবি করেন, অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিস ম্যান হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে দুই ভাইয়ের ১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে । তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Sharing is caring!