কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ১৩৫৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে ফারহানা সুলতানা নিপু (২১) নামে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে তার লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিপু উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উমেদ আলী মাঝি বাড়ীর আবদুল মালেকের কনিষ্ঠা মেয়ে, সে সরকারি মুজিব কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী ছিল। তার পিতা আবদুল মালেক বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী নিপু মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নিজ বসত ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কি কারণে কলেজ ছাত্রী নিপু আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। তবে পুলিশ এ বিষয়ে কোন তথ্য দিতে পারছে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ সংবাদ পেয়ে নিপুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।