Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি::

 

নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামে রাতের আধারে ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে (১৯), ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে ।

এ ঘটনায় অভিযুক্ত জোবায়েরসহ ৭জনকে আসামি করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় বোন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে একই বাড়ির জোবায়ের কৌশলে ওই কলেজ ছাত্রীর শয়ন কক্ষে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে।

এক পর্যায়ে রাত গভীর হলে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর শৌর চিৎকারে পরিবাররে সদস্যরা এগিয়ে এসে জোবায়েরকে আটক করে।

পরে সে পালিয়ে যায় এবং উল্টো কলেজ ছাত্রীর পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে আহত করে। পরে আহতদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!