ক্রীড়া ডেস্ক
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি। বুধবার তৌহিদা আক্তার জুহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রাহির স্ত্রী পেশায় চিকিৎসক।
বৃহস্পতিবার রাহির বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বোর্ডের উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
ফেসবুকে শফিউল আলম চৌধুরী নাদেল লিখেছেন, আবু জায়েদ চৌধুরী রাহি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। রাহির এই শুভক্ষণে।
২৬ বছর বয়সী পেসার রাহী বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত টাইগারদের হয়ে ৯টি টেস্ট খেলেছেন তিনি। এছাড়া তার ঝুলিতে আছে ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.