প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২০, ৮:৩২ অপরাহ্ণ
নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
রবিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তাস্থ কলেজটির ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, দু’টি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩-৭দিন চলবে এ ডেমো টেস্ট। এরপর রোগীর নমুনা সরাসরি এ ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রতিটি উপজেলা থেকে নমুনা সংগ্রহের পর নির্দিষ্ট এ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজে আসবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। কলেজে সরাসরি কোন নমুনা সংগ্রহ করা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.