নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে একদিনে নতুন করে ৩৫ জনের করোনা ভাইরাস সনাক্ত ও সুস্থ হয়েছে ১৫ জন। এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৬০৬ জন জন, মৃত্যু-৫৫ জন ও সুস্থ হয়েছেন ১৫৭১জন।
বুধবার ১৫ই জুলাই সকাল ১১টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, আগের তুলনায় নোয়াখালীতে করোনা সংক্রমণের মাত্রা কমার পাশাপাশি করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশী। নোয়াখালী জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশী সুস্থ হয়েছেন ।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫৯জন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.