প্রতিবেদকঃ
নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার মামলার পলাতক আসামী যুবলীগ নেতা মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোসলেহ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং একই ইউনিয়নের আমির হোসেনের ছেলে।
শুক্রবার দুপুর ২টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুধারাম থানার ওসি নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩ এপ্রিল রাতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধ একটি মামলাটি দায়ের করেছিলেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ভোরে আন্ডারচর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে হতদরিদ্রের মাঝে বিলির জন্য বরাদ্দকৃত ৬ বস্তা চাল রিকশাযোগে পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন ও খাদ্য পরিদর্শক আনিসুর রহমানের অনুসন্ধানে দেখা যায়, চাল গুলো ওই ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোছলেহ উদ্দিনের সম্পৃক্ততায় তার গুদাম থেকে পাচার হচ্ছিল।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.