Sharing is caring!

বিনোদন ডেস্ক::

বহুভাষিক এক সায়েন্স ফিকশনের ফিল্মে আসতে চলেছেন দীপিকা পাড়ুকোন, প্রভাস। পরিচালক নাগ অশ্বিন। রবিবার বৈজয়ন্তী মুভিস এই ফিল্মের কথা ঘোষণা করেছে।

দীপিকা টুইট করেছেন, এই ফিল্মের অংশ হতে পেরে তিনি দারুণ উৎসাহিত। এটা দারুণ অভিজ্ঞতা হবে। প্রভাস খুশি দীপিকাকে নায়িকা হিসেবে পেয়ে। শেষবারের মতো প্রভাসকে দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ২০১৯ সালের সাহু ছবিতে। দীপিকার শেষ পর্দায় আসা মেঘনা গুলজারের ছপক। মহানতি ফিল্মের জন্য জাতীয় পুরস্কার পাওয়া পরিচাল নাগ অশ্বিনের মতে, দীপিকা-প্রভাসের জুটিই এই ফিল্মের তুরুপের তাস। এমন ফিল্ম এর আগে দেশে হয়নি।

Sharing is caring!