প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-১
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম শুল্লকিয়া এলাকায় মো. সোহেল (২৮) নামের এক ব্যবসায়ীকে মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নূর পাটোয়ারীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেল পশ্চিম শুল্লকিয়া গ্রামের আবুল কালামের ছেলে। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন একই এলাকার নূর মোহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নূর পাটোয়ারীহাটের ব্যবসায়ী সোহেল তার ব্যবসা প্রতিষ্ঠানে অচেতন হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষপানে তার মৃত্যু হয়েছে চিকিৎসক নিশ্চিত করলে পরিবারের লোকজন বিষয়টি থানায় অবগত করে। সোহেলকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে মঙ্গলবার সকালে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বাবা আবুল কালাম অভিযোগ করেন, ব্যবসায়ী লেনদেন ও পূর্ব বিরোধের জের ধরে নূর মোহাম্মদ নামের বাজারের একজন ব্যবসায়ী তার লোকজন নিয়ে দোকানে এসে সোহেলকে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়–য়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সোহেলকে হত্যার অভিযোগ এনে তার বাবা আবুল কালাম বাদী হয়ে ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.