নোয়াখালী প্রতিনিধি:
ঈদের দিন কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর রাশেদ হত্যার প্রতিবাদ ও বিচার দাবী করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ( ৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিশোধের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা আহ্বায়ক আব্দুজ জাহের, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, আবু হোসেন ফরহাদ, ফরহাদুল ইসলাম, মাহবুবা রাহা’সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে কোনো প্রকার অপরাধ ছাড়াই পুলিশ মেজর রাশেদকে গুলি করে হত্যা করেছে। পরে তারা বন্দুক যুদ্ধের নাটক সাজিয়েছে। এভাবে সারা দেশে একের পর এক বিচার বর্হিত হত্যার ঘটনা ঘটাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। বক্তারা, রাশেদসহ দেশে বিভিন্ন সময় বিচারবর্হিভূত হত্যা কান্ডের প্রতিবাদ জানান এবং বিচার দাবী করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.