নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জে ৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগেরই কোন উপসর্গ নেই।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চারজন পরিদর্শক, উপ-পরিদর্শক ও কনস্টেবলসহ জেলা পুলিশের ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইন্স ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪৯ জন ও বাকি পাঁচ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানার ভবনে প্রথম তলায় আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় অবস্থিত পৌর স্টেডিয়ামে ২০ শয্যা বিশিষ্ট আধুনিক সুবিধাসংবলিত আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরিদর্শক, উপ-পরিদর্শক পর্যায়ের একাধিক সদস্য রয়েছেন। আক্রান্ত প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও ১০ জনের প্রাথমিক অবস্থায় রিপোর্টে নেগেটিভ এসেছে। তবে তাদের এখনও আইসোলেশনে রাখা হয়েছে। পুনরায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ নিশ্চিত হলেই তাদের সুস্থ বলে ঘোষণা করা যাবে।এখন পর্যন্ত ২৫০ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। আমিও নমুনা দিয়েছি। এখনও রিপোর্ট আসেনি। আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমি সুস্থ আছি। তবে আমার গাড়িচালক করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.