প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২০, ১০:৪৭ অপরাহ্ণ
হাতিয়ায় উদ্ধারকারী জাহাজ ডুবি, নিখোঁজ বাবুর্চির লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া মালবাহী লাইটার জাহাজ উদ্ধার করতে এসে ডুবে যাওয়া লাবনী-৩ কাট বোর্ড (উদ্ধারকারী জাহাজ) এর নিখোঁজ বাবুর্চি আবুল হাশেমের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনো জাহাজের মাস্টার আবুল কালাম (৫০) নিখোঁজ রয়েছে।
শনিবার বিকালে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হাশেম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের ছাত্তার উল্যার ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী জাহাজটি হাতিয়া উপজেলা চরঈশ^র ইউনিয়নের বাংলা বাজারের পূর্ব দিকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় ডুবে যায়। বৃহস্পতিবার সকালে ৪জন জীবিত উদ্ধার হলেও জাহাজটির মাস্টার আবুল কালাম ও বাবুর্চি আবুল হাশেম নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে লাবনী-৩ কর্তৃপক্ষের আনা ডুবুরি দল ওই জাহাজটির ভিতর থেকে আটকে থাকা অবস্থায় আবুল হাশেমের লাশটি উদ্ধার করেছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.