দিনাজপুরের হিলিতে ফেন্সিডিলসহ আটক -১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

প্রতিবেদক:

 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে থানা পুুুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে করে অভিনব কায়দায় পাচারের সময় ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে।
আজ রোববার সকাল ৯ টায় উপজেলার ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপুর থানাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে আজ দেশের অভ্যন্তরে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সোঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়িকে থামিয়ে অভিনব কায়দায় রাখা ৪৬ বোতল ফেন্সিডিলসহ ভ্যানচালক জিয়াউর রহমানকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

আটককৃত ব্যক্তি উপজেলার বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে জিয়াউর রহমান (৩৮)।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০