প্রযুক্তি ডেস্কঃ
মোবাইল ফোন কেনার আগে সেটি আসল নাকি নকল সেটি যাচাইয়ের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২১ সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন কেনার আগে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরের (আইএমইআই) মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে কেনার রসিদ গ্রহণ করে তা সংরক্ষণ করতে হবে।
মোবাইল ফোনের বৈধতা যাচাই এর পদ্ধতি হলো—মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে কেওয়াইডি স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 তে পাঠাতে হবে।
মোবাইল বক্সে প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে।
নকল আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্ক সংযুক্ত হলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.