প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ
নোয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনাসভা
নোয়াখালী প্রতিনিধিঃ
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এ স্লোগানে নোয়াখালী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.