নোয়াখালী প্রতিনিধি:
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "রাজনৈতিক পরিচয় কোন অপরাধীর ঢাল হতে পারেনা, যারা রাজনৈতিক পরিচয় দিয়ে অপকর্ম করবে, দূর্নীতি করবে তাদের ছাড় দেয়া হবেনা, বাংলাদেশ আওয়ামী লীগে কোন অপরাজনীতির সুযোগ দেয়না"।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কবিরহাট শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মাননীয় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পশ্চিম দরাপনগর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে উক্ত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারাণ সম্পাদক জহিরুল হক রায়হান সহ স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক নেত্রীবৃন্দ।
পরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কবিরহাট ৪টি ও কোম্পানিগঞ্জ উপজেলায় ৪ টি মোট ৮ টি মন্দিরে ৮০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.