নোয়াখালী প্রতিনিধি:
‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার দুপুরে উদযাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে। নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ইকবাল হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) ইকবাল হোসেন বলেন, পুলিশ কোন কাজ করলেই মন্তব্য হয়, কিন্তু ভালো না খারাপ তা বিচার করেনা, বাস্তবতা উপলব্ধি করে পুলিশকে ভালো কাজের প্রশংসা করে সবাই পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান। এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, তরুণরাই আমাদের সমাজের অহংকার। কিন্তু তারাই অপরাধ কার্যক্রমের সাথে বেশি জড়িত হয়ে পড়ছে। অতএব তাদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানান। পরে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য সনদ বিতরণ করেন।