নোয়াখালী প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে ফুলক চন্দ্র দাস (২৩) ও বিপ্লব চন্দ্র দাস (২৭) নামের দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
সোমবার সকালে ঘটনায় মিল্লাত উদ্দিন প্রকাশ মিল্লাত মাহমুদ বাদী হয়ে আটককৃত দুইজনের নামে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ফুলক চন্দ্র দাস ও বিপ্লব চন্দ্র দাস মধ্য সোনাদিয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, ফুলক ও বিপ্লব রবিবার রাতে স্থানীয় সেন্টার বাজারের একটি দোকানের সামনে দাড়িঁয়ে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও উস্কানিমূলক কথা বলতে থাকে। এসময় বাজারে উপস্থিত মুসল্লিরা তাদের এধরনের কথা বলতে নিষেধ করলেও তারা মুসল্লিদের সাথে খারাপ আচারণ করে। পরে লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।
হাতিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুই ভাই ইসলাম নিয়ে কটুক্তি করেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় সেন্টার বাজার পরিচালনা কমিটির সভাপতি মিল্লাত উদ্দিন প্রকাশ মিল্লাত মাহমুদ বাদী হয়ে ফুলক ও বিপ্লবের নামে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.