নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্ধে দুই কিশোরকে খুরের আঘাত করার অভিযোগ উঠেছে আরেক কিশোর গ্রুপের বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী সুধারাম থানাধীন সুপার মার্কেটের পিছনের খালি জায়গায় এ ঘটনা ঘটে। পরে খুরের আঘাতে আহত দুই কিশোরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলো, লক্ষীনারায়নপুর এলাকার মৃত মো.ইব্রাহীমের ছেলে ইলিয়াস হোসেন (১৯) উপজেলার রামহরিতালক এলাকার আলী হোসেনের ছেলে মাকসুদ হোসেন রাব্বি (১৮)।
সূত্রে জানা যায়, উপজেলার হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্ররা জুনিয়র হয়ে সিনিয়ারকে নাম ধরে ডাক দেওয়ার কারণে তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে, সাইফুল, ইমন, সম্রাট, প্রান্ত, ফলকসহ পাঁচ কিশোর এক সাথ হয়ে দুই কিশোরকে বুকে, নাকে ও মাথার পিছনে খুর দিয়ে আঘাত করে। পরবর্তীতে পাশের বন্ধুরা আহত দুইজনকে উদ্বার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে আহত দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।