নোয়াখালী প্রতিনিধি:
মুজিব জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারো মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানে বিষয়। আমরা মৌলবাদী গোষ্ঠীকে হুশিয়ার করছি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হবে, স্থাপিত হবে। যারা এর বিরোধিতা বা কোনো ধরনের অপচেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.