কবিরহাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালী কবিরহাটে নিরবতা পালন ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও কবিরহাট পৌরসভার আয়োজনে কবিরহাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে প্রস্তাবিত বুদ্ধিজীবি স্মৃতিশৌদ স্থানে আলোচনা সভা শেষে মশাল ও মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাসেদুজ্জামান রাসেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট থানার অফিসার ইনচার্জ টমাস বড়–য়া, বীরমুক্তিযোদ্ধা খাজা অজিউল্যা, কবিরহাট সরকারী কলেজের প্রভাষক মো: সোলায়মান, শ্রীকান্ত শাহ, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কবিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম স্বপন সহ স্থানীয় প্রশাসন এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের এই দিনে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশুন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনীরা বিজয়ের আগ মুহুর্তে বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের সেই আত্মত্যাগের কথা বাঙ্গালী জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরন করবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০