প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২০, ৭:১৫ পূর্বাহ্ণ
হাতিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা অর্থদণ্ড
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে অভিযান চালিয়ে আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভবিষ্যতের জন্য তাদের সর্তকও করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাটাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন কোন প্রকার লাইসেন্স ছাড়া কাটাখালি এলাকায় আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটা পরিচালনা করে আসছিল। জ্বালানি কাজে ব্যবহৃত কাঠ ইটভাটায় পোড়ানো হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারনে পরিবেশের ব্যপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানকালে ইটভাটার মালিক এটিএম সিরাজ উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.